গৌতম রায় জালি বিজেপি, হিমন্তের সিণ্ডিকেট রাজের বিজনেস পার্টারঃ সুস্মিতা
কাটিগড়া, ২৩ মার্চঃ- কাটিগড়া আসনে খলিল উদ্দিন মজুমদার টিকেট না দিতে বহু প্রলোভন দেওয়া হয়েছিল আমাকে। খোদ গৌতম রায়ের পক্ষ থেকে আমাকে অফার এসেছিল। কিন্তু আমি কাটিগড়া সহ গোটা কাছাড়ের সুষ্ঠু রাজনৈতিক ভবিষ্যতের কথা মাথায় রেখে খলিল উদ্দিন মজুমদার কে টিকেট দিয়েছি। দীর্ঘ আটবছর খলিল উদ্দিন মজুমদার কাটিগড়ার জনগণের সুখে দুঃখে পাশে রয়েছেন । গৌতম রায় কে টেক্কা দেওয়ার ক্ষমতা রয়েছে খলিলের। আজ কাটিগড়ায় নির্বাচনী প্রচারে এসে এভাবেই বক্তব্য রাখেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। তিনি বলেন, গৌতম রায় জালনোট। তিনি জালি বিজেপি। হিমন্ত বিশ্ব শর্মার সিন্ডিকেটের বিজনেস পার্টার। সিণ্ডিকেট রাজ ধরে রাখার জন্য হিমন্ত বিশ্ব শর্মা তাদের টিকেট দিয়েছে। এরা জালনোটের মতো। খোদ গৌতম রায় টাকার বিনিময়ে টিকেট নিয়ে এসেছেন। নির্বাচন পরে তিনি কলকাতা বা কাটলিছড়ায় চলে যাবেন। কাটিগড়া বাসী তার টিকির নাগাল পাবেন না। গৌতম বাবু নির্বাচিত হলে কাটিগড়া বাসী মাথা তুলে দাড়াতে পারবে না। ব্যবসায়ীদের গোণ্ডা টেকস দিতে হবে। বিশ্বাস না হলে হাইলাকান্দির জনগণকে জিজ্ঞেস করার কথা বলেন তিনি। গত লোকসভায় সুস্মিতা দেব হেরেছিলেন। এপ্রসঙ্গে তিনি বলেন, খলিল বাবু জিতে গেলে সন্তোষ কন্যা নিযে বিজয়ী হয়েছেন বলে মনে করবেন।
আজ তিনি মহাজোট সমর্থিত কংগ্রেস প্রার্থী খলিল উদ্দিন মজুমদারের পালে হাওয়া তুলতে কাটিগড়ার ব্লকের অন্তর্গত নুননগর, কাটিগড়া, চৌরঙ্গী, আমতলা বাজার, শ্রীপুর, স্লোইচগেট বাজার ইত্যাদি স্থানে পদযাত্রা সহ নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। প্রায় প্রত্যেক সভায় তিনি বর্তমান বিজেপি সরকারের ব্যর্থতা সহ কংগ্রেসের পাঁচ গ্যারান্টি নিয়ে আলোচনা করেন। বলেন, পাঁচলক্ষ চাকরি, দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি, মহিলাদের জন্য মাস প্রতি দুহাজার টাকা, কাগজকল পুনরায় চালু, সিএএ বাতিল ইত্যাদির প্রতিশ্রুতি দিচ্ছে কংগ্রেস। এনআরসিতে যাদের নাম এসেছে তাদের নাগরিক বলে ঘোষণা দিবে কংগ্রেস। আর যারা বাদ পড়েছেন তাদের আবার আবেদন করার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। আজকের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কংগ্রেসের মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জি, মহাজোট প্রার্থী খলিল উদ্দিন মজুমদার, পেপার মিল রিভাইবেল একশন কমিটির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, হুসেন আহমদ চৌধুরী, ফয়ছল হক বড়ভুইয়া, পাপন দেব, সূর্যকান্ত সরকার, বিশ্বজিৎ মালাকার, প্রানেশ দেব, লিখিলেশ দেব, নির্ঝর দাস সহ জোট শরিক দলের নেতৃবৃন্দরা।
No comments:
Post a Comment
Thanks for your Valuable comment