Saturday, 27 November 2021

শাহসুফি তেলিটিকরী রহঃ এর বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল ২৯ শে জানুয়ারি, প্রস্তুতি শুরু

হজরত তেলিটিকরী (রহঃ) এর ইন্তেকাল বার্ষিকীতে দোয়া মাহফিল সম্পন্ন 

RTN Barak Live, কাটিগড়া, ২১ নভেম্বরঃ
পীরে কামিল শাহ সুফি  মুবাশ্বির আলী তেলিটিকরী (রহঃ) ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল সম্পন্ন হলো শনিবার। এদিন সকাল দশটা থেকে  বিভিন্ন খতম শরিফ আদায় সহ  জিকির আজকার, ওয়াজ-নসিহত ও দোয়া মোনাজাত সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে  বিকাল চারটায় মাহফিলের শেষ হয়। 
  কাটিগড়ার তেলিটিকর জামেয়া মুবাশ্বিরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই দোয়া  মাহফিলে উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিনশতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। এই মাহফিলে  বক্তব্য রাখেন মাসিক সবুজ মিনার পত্রিকার সম্পাদক মাওলানা আজিজুর হক। তিনি তার বক্তব্যে বিশ্বনবী হজরত মুহাম্মদ (ছঃ) জীবনের নানধিক নিয়ে আলোচনা করেন। বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (ছঃ) কে সৃষ্টিগত ভাবে সকল ধরনের দোষমুক্ত করে সৃষ্টি করা হয়েছে। এপ্রসঙ্গে তিনি হযরত হাসান বিন ছাবিতের উদ্ধৃতি দিয়ে বলেন, বিশ্বনবীর মতো কোনো সন্তান কে কেউ কোনো দিন গর্ভে ধারণ করেন নি। তিনি যেমন সৌন্দর্যে ছিলেন অদ্বিতীয় তেমনি আখলাক্বে হাসানাহ ও উত্তম আদর্শের অধিকারী ছিলেন। বিশ্বনবী হজরত মুহাম্মদ ছঃ কে নিয়ে  সাহাবায়ে কেরামের যে ধারণা ছিল তা সুস্পষ্ট ভাবে দলীল ভিত্তিক আলোচনার মাধ্যমে তুলে ধরেন তিনি। হজরত তেলিটিকরী (রহঃ) এর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা পেশ করে বক্তব্য রাখেন জামেয়া মুবাশ্বিরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সুহেল আহমদ কাজী। এছাড়াও বক্তব্য রাখেন হজরত মাওলানা মুফতি আব্দুস সুবহান, সোনাই আলীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সহিদ আহমদ বড়ভূইয়া প্রমুখ। হামদ ও নাত পরিবেশন করেন, মুবাশ্বিরিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা রায়হান আহমদ ও আশরফ আহমদ। এদিনের মাহফিলে পীরে কামিল শাহ সুফি  হজরত মুবাশ্বির আলী তেলিটিকরী (রহঃ) এর বিগত বছরের ঈসালে সওয়াব মাহফিলের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়।  পাশাপাশি ২০২২ সালের ঈসালে সওয়াব মাহফিল নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  ২০২২ সালের ২৯ শে জানুয়ারি রোজ শনিবার দিবারাত্রি হজরত মুবাশ্বির আলী তেলিটিকরী (রহঃ) এর বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। মাহফিলে বিশেষ মোনাজাত করেন শাহসুফি আলহাজ্ব মঈন কাজী'। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব কমরুল ইসলাম চৌধুরী, শামসুল ইসলাম, আলহাজ্ব আবুল ফজল লস্কর, মাওলানা আতিকুর রহমান, হাফিজ আব্দুল হালিম, মাওলানা আব্দুল মুনিম, হাফিজ আমিন উদ্দিন প্রমুখ। 

ছবিঃ- মাহফিলে বক্তব্য রাখছেন মাওলানা সুহানি আহমদ কাজী সাহেব, পাশের ছবিতে উপস্থিতির একাংশ।

No comments:

Post a Comment

Thanks for your Valuable comment