এ আই ডি ওয়াই ও'র আসাম রাজ্য কমিটির দ্বিতীয় যুব সম্মেলন গোয়ালপাড়া শহরের ট্রাক ওনার্স এসোসিয়েশনের সভাগৃহে গত ২৮ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে সংগঠনের রক্ত পতাকা উত্তোলন করেন এ আই ডি ওয়াই ও'র আসাম রাজ্য সভাপতি ওসমান গনি মোল্লা এবং গণ আন্দোলনে নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি অস্থায়ী শহীদ বেদীতে মাল্যদান করেন সর্বভারতীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নিরঞ্জন নস্কর, তমাল সামন্ত, সংগঠনের আসাম রাজ্য কমিটির সভাপতি ওসমান গনি মোল্লা, সহ-সভাপতি আব্দুস সবুর, রাজ্য সম্পাদক তুষার পুরকায়স্থ, অফিস সম্পাদক শিশির কাকতি প্রমুখ। মাল্যদান পর্বের পর বেকারদের কর্মসংস্থান প্রদান, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সকল বেকারদের উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান, মদ-জুয়া নিষিদ্ধ করা, বন্ধ কল-কারখানা চালু করা ইত্যাদি দাবিতে স্লোগানে মুখরিত একটি সুসজ্জিত মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় সভাস্থলে জমায়েত হয়। সেখানে সংগঠনের সভাপতি ওসমান গনি সহ পাঁচ সদস্যবিশিষ্ট সভাপতিমন্ডলীর পৌরোহিত্যে পরিচালিত সভায় সংগঠনের সদস্যরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য পেশ করেন সর্বভারতীয় কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য তমাল সামন্ত। তিনি তার বক্তব্যে যুবকদের জাতি-বর্ণের ঊর্ধ্বে উঠে উন্নত নীতি-নৈতিকতার ভিত্তিতে যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। প্রকাশ্য সম্মেলনের মুখ্য বক্তা এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের আসাম রাজ্য কমিটির সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য জননেত্রী চন্দ্রলেখা দাস আসামে প্রকৃত যুব আন্দোলন গড়ে তুলতে উগ্র-প্রাদেশিকতাবাদ ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে বামপন্থার আদর্শে যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি এও বলেন যে রাজ্যে শাসকশ্রেণী মানুষকে জাতের নামে, ধর্মের নামে, কখনো রাজ্যের নামে জনসাধারণের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলেছেন। এই বিভেদকামী শক্তির বিরুদ্ধে যুব আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
প্রতিনিধি সভায় মুল খসড়া পাঠ করেন রাজ্য কমিটির অন্যতম সদস্য জিতেন্দ্র চলিহা। এই খসড়া প্রস্তাবের উপর আলোচনার পর সংশোধনী সহ সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। এই সম্মেলনে সাইফুল ইসলামকে সভাপতি, বিরিঞ্চি পেগুকে সম্পাদক এবং বিজিত কুমার সিনহাকে অফিস সম্পাদক নির্বাচিত করে ৪৭ সদস্য বিশিষ্ট নতুন আসাম রাজ্য কমিটি গঠন করা হয়। এই সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য নিরঞ্জন নস্করও। তিনি এদেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের অনুসরণ করে উন্নত আদর্শের ভিত্তিতে প্রকৃত যুব আন্দোলন গড়ে তুলে যুবকদের দৈনন্দিন সমস্যার সমাধানের দাবিতে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সর্বশ এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পলিটব্যুরোর সদস্য প্রখ্যাত জননেতা অসিত ভট্টাচাৰ্য্যের আসামের বর্তমান রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটে যুবকদের যুব আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে একটি রেকর্ডিং বক্তব্য শোনানো হয়।
সংবাদদাতা
পরিতোষ ভট্টাচার্য