Wednesday, 17 March 2021

ভোট ধরে রাখাই চ্যালেঞ্জ গৌতম-খলিলের, হাড্ডাহাড্ডি লড়াইর ক্ষেত্র তৈরি কাটিগড়ায়

ভোট ধরে রাখাই চ্যালেঞ্জ গৌতম-খলিলের, হাড্ডাহাড্ডি লড়াইর ক্ষেত্র তৈরি কাটিগড়ায়

RTN tv Live, কাটিগড়া, ১৭ মার্চঃ- দলীয় টিকেট নিয়ে সব জল্পনা কল্পনা শেষ।  কাটিগড়ার ভোট  ক্ষেত্র তৈরি।  জোট প্রার্থী  খলিল উদ্দিন মজুমদার। বিপক্ষে গেরুয়া জার্সিতে ভোট ময়দানে রয়েছেন প্রাক্তনমন্ত্রী গৌতম রায়। আছেন নবগঠিত অসম জাতীয় পরিষদের মনোনীত প্রার্থী সাধন সিংহা সহ নির্দল প্রার্থীও। এপর্যন্ত ভোটের যা হাওয়া,  দ্বিমুখী নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে কাটিগড়া।   জোট প্রার্থী খলিল উদ্দিন মজুমদার বনাম বিজেপির গৌতম রায়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল। 
গত নির্বাচনের হিসাব অনুযায়ী জোট প্রার্থী খলিলের দিকেই পাল্লাভারি বলে মনে করা হচ্ছে। কেননা ২০১৬ সালের নির্বাচনে  কংগ্রেস পেয়েছিল ১৫,৪১৮ ভোট। তৎকালীন  ইউডিএফ প্রার্থী খলিলের ঝুলিতে পড়েছিল  ৫০,৯৫৬ ভোট।  সেসময় বিজেপির অমর চাঁদ জৈন  ৫৯.৭৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।  এবারে কংগ্রেস-ইউডিএফ একসঙ্গে ভোট খেলছে। জোট শরিক উভয় দলের প্রাপ্ত ভোট বিজেপির  চেয়ে প্রায় সাত হাজার বেশি। সেখান থেকেই দীর্ঘদিনের খরা কাটিয়ে কাটিগড়া উদ্ধারের স্বপ্ন দেখছে কংগ্রেস। একুশের ভোটার তালিকা অনুযায়ী  বর্তমানে কাটিগড়ায় মোট ভোটার ১,৮৭,২৫৩ ।  এক হিসাব মতে, কাটিগড়ায়  হিন্দু ভোট মুসলিম ভোটের চাইতে হাজার এক বেশি। যদিও সরকারিভাবে হিন্দু-মুসলিম বলে কিচ্ছু নেই তবে অন্য এক গ্রুপের দাবীমতে, কাটিগড়ায় হিন্দু ভোট প্রায় পাঁচ হাজার বেশি। আবার কাস্টিংয়ের দিক দিয়ে উভয় সম্প্রদায়ের ভোট প্রায় সমান হয়ে যায়। অন্তত বিগত নির্বাচনগুলো পর্যালোচনা করলে এমনটা তথ্য বেরিয়ে আসে। রাজনৈতিক বিশেষজ্ঞদের, বিগত নির্বাচনগুলোর মতো এবারো  ধর্মীয় মেরুকরণ অনুযায়ী ভোট হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই যদি হয়,  তাহলে গৌতম-খলিল উভয়ের চান্স ফিফটি ফিফটি। হারজিত হবে বড়োজোর  হাজার দশেক ভোটের ব্যবধানে। রাজনীতির কারবারিদের মতে, ভোট ধরে রাখাই চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে  গৌতম-খলিলের কাছে। মুসলিম ভোটে ভাগ বসাতে পারলেই কেল্লাফতে করে আরও একবার নিজের জাত চেনাতে তেমন বেগ পেতে হবে না গৌতম বাবুর। অনুরূপ ভাবে হিন্দু ভোটের দিকেই পাখির চোখ রেখে এগিয়ে যাচ্ছে কংগ্রেস। তাতে ভাগ বসাতে পারলে দিসপুর যাত্রার স্বপ্ন দেখতে পারেন খলিলবাবুও।

No comments:

Post a Comment

Thanks for your Valuable comment