নেপাল দাস যখন নেতা ছিলেন তখন উনি তেনাও ছিলেন না
নিজের মেয়ের জন্য পাত্রের ব্যবস্থা করুন, পরে না হয় কাটিগড়ার মা বোনদের দায়িত্ব নেবেন
গৌতমের আলটপকা মন্তব্যের ক্ষমা চাইতে বললো কংগ্রেস
RTN tv Live, কাটিগড়া ১৬ মার্চঃ- তপশিলি সমাজ সহ সর্বসাধারণের জনপ্রিয় নেতা প্রয়াত নেপাল চন্দ্র দাস যখন নেতা ছিলেন তখন উনি হয়তো "তেনা"ও ছিলেন। নেপাল বাবু তাঁর নিজের যোগ্যতায় সাংসদ-বিধায়ক হয়েছিলেন। গৌতম রায় উনাকে নেতা বানান নি। নেপাল দাসকে গৌতমবাবু নেতা বানিয়েছেন বলে বুলি আওড়াচ্ছেন। এটা তপশিলি সমাজকে অপমানিত করার নামান্তর। আজ কাটিগড়া ব্লক কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে গৌতম রায়ের বিরুদ্ধে এভাবেই আক্রমণ করলো কাটিগড়া কংগ্রেস।
গত ১০ ই মার্চ সিদ্ধেশ্বরে এক নির্বাচনী সভায় বক্তব্য দিতে কাটিগড়ায় বিজেপি প্রার্থী গৌতম রায় বলেন, প্রয়াত নেপাল চন্দ্র দাস কে তিনি নেতা বানিয়েছিলেন। তাঁর এই বক্তব্যে পছন্দ হয়নি কংগ্রেসের। আজ কংগ্রেসের কাটিগড়া সমষ্টির ইনচার্জ পাপন দেব সহ অন্যান্য স্থানীয় দলীয় কর্মীদের পাশে রেখে কাটিগড়া ব্লক কংগ্রেসের ইনচার্জ সূর্যকান্ত সরকার বলেন, জননেতা নেপাল চন্দ্র দাস নিজের যোগ্যতায় সাংসদ-বিধায়ক হয়েছেন। কেউ তাকে নেতা বানান নি। তিনি যখন জন নেতা ছিলেন তখন হয়তো গৌতম বাবু তেনাও ছিলেন না। তপশিলি সম্প্রদায়ের জনপ্রিয় এই মহান নেতাকে নিয়ে গৌতম রায়ের বিরূপ মন্তব্য গোটা তপশিলি সমাজকে অপমানিত করেছে। এজন্য তিনি গৌতম রায়কে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। তিনি আরও বলেন, কাটিগড়ার মা-বোনদের নিয়ে গৌতম রায় অপমানজনক মন্তব্য করেছেন। তার পরিবারের খোজ নিয়ে দেখুন, তিনি নিজে যোগ্য পিতা হতে পারেন নি । তার নিজের মেয়েকে সঠিক পাত্রস্থ করতে পারেন নি। কাটিগড়ার মা-বোনদের কি দায়িত্ব নেবেন তিনি। সূর্যকান্ত বাবু বলেন, একে অপরের বিরুদ্ধে কম বক্তব্য দেওয়া হয় নি কাছাড়ে। কিন্তু কোনোদিন কেউ কাউকে বিদ্রুপ করে ব্যক্তিগত ভাবে আক্রমণ করেন না এখানকার নেতারা। কিন্তু গৌতম বাবু কাটিগড়ায় এসে তার এই পুরোনো আলটপকা মন্তব্য শুরু করে দিয়েছেন। তিনি নিজে যেখানে যান, একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করেন। কাটলিছড়া বাসি উনাকে তাড়িয়ে দিয়েছেন। এবার কাটিগড়ায় এসেছেন লুটেপুটে খাওয়ার জন্য। তাই এই দুর্নীতিগ্রস্থ নেতা কে বয়কট করে কাটিগড়ার শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের স্বার্থে আগামী ১ ই এপ্রিল কংগ্রেস মনোনীত জোট প্রার্থী খলিল উদ্দিন মজুমদার কে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান তিনি। আজকের এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাটিগড়া ব্লক সেবাদলের চেয়ারম্যান নির্ঝর দাস, সাধারণ সম্পাদক মৃদুল নাগ, শরফুল আলম চৌধুরী, জুনাইদ আহমদ মজুমদার প্রমুখ।
No comments:
Post a Comment
Thanks for your Valuable comment