আরটিএন ডেস্ক, পূর্বকাটিগড়া, ২৪ অক্টোবরঃ- পূর্বকাটিগড়ার দুধপুর ক্লাস্টারের অন্তর্গত ৮৪৮ নং লামার দুধপুর এলপি স্কুলের এসএমসি পূর্ণগঠনে গাইডলাইনের কোনো তোয়াজ করা হয় নি। ডাকা হয় নি সাধারণ সভাও। এসংক্রান্ত কোনো চিঠিও ইস্যু করেন নি সদস্য সচিব বিমলেন্দু সিনহা। তবুও গঠন করে নিয়েছেন পরিচালন সমিতি। নিজের কুমতলব হাসিল করতে চুপিসারে গঠিত এই পরিচালন সমিতি বাতিল করার দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের (ডিইইও) দ্বারস্থ হলেন স্কুলের অভিভাবকরা। এ উদ্দেশ্য তারা মঙ্গলবার এক স্মারক পত্র তুলে দেন ডিইইও অফিসারের হাতে। স্মারক পত্রের কপি দেওয়া হয়েছে কাছাড়ের জেলা শাসককেও।
৮৪৮ নং লামার দুধপুর এলপি স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবক মায়াজ উদ্দিন চৌধুরী, ফরিজ উদ্দিন চৌধুরী, আলা উদ্দিন চৌধুরী প্রমুখ স্মাক্ষরিত স্মারক পত্রে বলা হয়েছে, ৮৪৮ নং লামাদুধপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক তথা সদস্য সচিব বিমলেন্দু সিনহা স্কুলের এসএমসি পুনর্গঠন করেছেন বলে পরস্পর খবর পাওয়া গেছে। কিন্তু তিনি পরিচালন কমিটি গঠনের উদ্দেশ্যে কোনো সাধারণ সভা আহবান করেন নি। এমনকি এ সংক্রান্ত কোনো চিঠিও তিনি ইস্যু করেন নি। কবে, কোথায়, কিভাবে স্কুলের পরিচালন সমিতি পুনর্গঠন হলো তা জানেন না স্থানীয় জনগণ। এসএমসি গঠনে গাইডলাইনের কোনো তোয়াজ না করে কিভাবে গঠিত হলো কমিটি, এমন প্রশ্নও উত্তাপন করে তারা। অভিভাবক তথা স্থানীয় জনপ্রতিনিধিদের অন্ধকারে রেখে নিজের মনমর্জি মতো সাধারণ সভা দেখিয়ে এসএমসি গঠন করে নিয়েছেন বলে প্রধান শিক্ষিক বিমলেন্দু সিনহার বিরুদ্ধে অভিযোগ তাদের। সুষ্ঠু সুন্দর পরিচালন সমিতি গঠন করতে এতো মাথাব্যথা কেন সদস্য সচিবের। এতে কি মতলব রয়েছে তাঁর। কার মদতে, কি উদ্দেশ্যে চুপিসারে পরিচালন কমিটি গঠন করে নিলেন সদস্য সচিব, তাঁরও জবাব চেয়েছেন অঅভিভাবকরা। এলাকার অভিভাবক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের অন্ধকারে রেখে গঠিত হওয়া এসএমসি বাতিল করে সাধারণ সভার মাধ্যমে নতুন এসএমসি গঠন করতে প্রধান শিক্ষিককে নির্দেশ দিতে জেলা শাসক এবং ডিইইও এর দৃষ্টি আকর্ষণ করে অভিযোগকারীরা। অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। এব্যাপারে দুধপুর ক্লাস্টারের সিআরসির সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেন নি। কাটিগড়া প্রাথমিক শিক্ষা খণ্ড আধিকারিক (বিইইও) এর সাথেও যোগাযোগ গড়ে তুলা যায় নি।
এদিকে শুধু ৮৪৮ নং লামার দুধপুর এলপি স্কুল নয়, পূর্বকাটিগড়ার বেশিরভাগ এলপি স্কুলের এসএমসি পুনর্গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ উত্তাপন হয়েছে। একাংশ দুর্নীতিবাজ প্রধান শিক্ষিক তথা সদস্য সচিব চুপিসারে নিজের পছন্দ মতো লোককে সভাপতি করে পরিচালন সমিতি গঠন করে নিয়েছেন বলে বিস্তর অভিযোগ পাওয়া গেছে। তাদের সঙ্গ দিচ্ছেন একাংশ সিআরসিরাও। ছাত্র-ছাত্রীদের মাধ্যাহ্ন ভোজন, ইউনিফর্ম, স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন ইত্যাদি খাতে বরাদ্দ লক্ষ লক্ষ টাকায় পাখির চোখ থাকে একাংশ দুর্নীতিগ্রস্থ সদস্য সচিবদের। নিজের পছন্দ মতো পরিচালন সমিতির সভাপতি চয়ন করতে পারলেই স্কুলের বিভিন্ন খাতে বরাদ্দ টাকায় সহজে ভাগ বসানো যায়। তাই পরিচালন সমিতিতে নিজের পছন্দ মতো লোক বসাতে হাটুজল খেয়ে মাঠে নামেন সদস্য সচিবরা, এমনই অভিযোগ আমজনতার।
No comments:
Post a Comment
Thanks for your Valuable comment