Tuesday, 20 October 2020

ইয়াকুবিয়া হিফজুল ক্বুরআন বোর্ডের আত্মপ্রকাশ


RTN tv Live, বড়খলা, ২০ অক্টোবরঃ-  হাফিজিয়া মাদ্রাসা গুলোকে    নিয়ে একটি বোর্ড গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে  আসছিলেন একাংশ   আলীম-উলামা ও হাফিজিয়া মাদ্রাসার সঙ্গে যুক্ত শিক্ষকরা। আর এই প্রয়োজনের তাগিদে রবিবার  আত্মপ্রকাশ করলো "ইয়াকুবিয়া হিফজুল ক্বুরআন বোর্ড"। এ উপলক্ষে  রবিবার বাবুর বাজার হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক সাধারণ আয়োজন করা হয়। 

পালংঘাট হাইয়ার সেকেণ্ডারী স্কুলের প্রিন্সিপাল হজরত মাও আনোয়ার উদ্দিন তালুকদারের পৌরহিত্যে আয়োজিত সভায় হাফিজিয়া মাদ্রাসার বোর্ড গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন, বড়যাত্রাপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান হাফিজ মাও একরাম আলী, বড়হাইলাকান্দি সিনিওর মাদ্রাসার শিক্ষক হজরত মাও  তাজিম উদ্দিন তালুকদার, আল হিলাল ইসলামিক একাডেমির প্রিন্সিপাল মাওলানা মুজাহিরুল হক চৌধুরী, তারিনীপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, হাফিজ আতিকুল হক, দুধপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ রুহুল আমীন প্রমুখ।  তারা প্রত্যেকেই হাফিজিয়া মাদ্রাসার শৈক্ষিক পরিবেশ আরও উন্নতি করতে এবং যুগের চাহিদা অনুযায়ী  বোর্ড গঠনের উপর সম্মতি প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে " ইয়াকুবিয়া হিফজুল ক্বুরআন বোর্ড" নামে   হাফিজিয়া মাদ্রাসাগুলো কে নিয়ে একটি নতুন  বোর্ডের আত্মপ্রকাশ হয়। প্রাথমিক ভাবে সাতটি হাফিজিয়া মাদ্রাসা এই বোর্ডের অধিনে চলে এসেছে। এরা হলো, বাবুর বাজার হাফিজিয়া মাদ্রাসা, তারিনীপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা, দুধপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, কান্দিগ্রাম হাফিজিয়া মাদ্রাসা, বড়যাত্রাপুর হাফিজিয়া মাদ্রাসা, সোনাপুর হাফিজিয়া মাদ্রাসা এবং সরিষাকুড়ি হাফিজিয়া মাদ্রাসা। এছাড়াও গাইডলাইন মেনে যেকোনো হাফিজিয়া মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত হতে পারবে।  নবগঠিত হিফজুল ক্বুরআন বোর্ডের সভাপতি ও সহ সভাপতি  নির্বাচিত হয়েছেন হাফিজ একরাম আলী ও হাফিজ সেলিম উদ্দিন।  ক্বারি মাও কিরামত আলী কে সাধারণ সম্পাদক ও হাফিজ রুহুল আমীন কে সহ সম্পাদক মনোনীত করা হয়।  বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন, হাফিজ নজমুল হুসেন (সোনাপুর), হাফিজ আতিকুল হক (কাটিগড়া), হাফিজ এনামুল ইসলাম (সরিষাকুড়ি), হাফিজ ছালাম উদ্দিন (কান্দিগ্রাম) এবং জানাব ইসলাম উদ্দিন। এছাড়াও উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়। উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন, হজরত মাও আনোয়ার উদ্দিন তালুকদার, হযরত মাও রফিকুল ইসলাম,  ক্বারি তাজিম উদ্দিন তালুকদার ও হযরত মাও মুজাহিরুল হক।

No comments:

Post a Comment

Thanks for your Valuable comment