Tuesday, 20 October 2020

বাঙালি নির্যাতন, আজ কংগ্রেসের ৬ ঘন্টার ধর্না মালিডহরে

 
RTN tv Live, Kalain, 20 অক্টোবর :- আজ (মঙ্গলবার)  পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ে বাঙালি নির্যাতনের প্রতিবাদী ৬ ঘন্টা ব্যাপী ধর্না কর্মসূচী পালন করবে কালাইন ব্লক কংগ্রেস। স্থান, আসাম-মেঘালয় সীমান্তবর্তী মালিডহর।  কালাইন ব্লক কংগ্রেস সভাপতি বিশাল সরকার উপ সভাপতি জাকির হোসেন খানরা সংবাদ মাধ্যমকে জানান,   আজ ( মঙ্গলবার)  ২০ অক্টোবর   সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ২ ঘটিকা পর্যন্ত মেঘালয়ে বাঙালিদের উপর নির্যাতনের প্রতিবাদে ৬ ঘন্টা ধর্না কর্মসূচি পালন করার কর্মসূচি হাতে নিয়েছে কালাইন ব্লক কংগ্রেস।  এই ধর্না কর্মসূচীর সফল বাস্তবায়ন করতে  সর্বস্তরের জনগণ ও  কংগ্রেস কর্মীদের উপস্থিতি কামনা করে তারা আরও বলেন,   এদেশে বহুজাতি বহুগোষ্টি, ধর্মনিরপেক্ষ দেশ হলেও কোন না কোনো ক্ষেত্রে কোন রাজ্যে জাতীভেদ, প্রতিহিংসা দেখাদেয়। বিশেষ করে বাঙালি জাতিকে অন্য নজরে দেখা হয় সবসময় দেশের বিভিন্ন প্রান্তে। বিশেষকরে মেঘালয় রাজ্যে খাসিয়া সম্প্রদায়ের লোকেরা বাঙ্গালিদের উপর চরম নির্যাতন চালান বিভিন্ন সময়ে। তাছাড়া মিজুরাম, নাগাল্যান্ড সহ অন্যান্য রাজ্যগুলিতে এর ভুরি ভুরি প্রমাণ রয়েছে। একথা উল্লেখ করে ব্লক ক;গ্ৰেসের কর্মকর্তারা জানান বাঙ্গালীদের উপর প্রতিহিংসা ও নির্যাতনের মুলে রয়েছে মেঘালয়ের খাসিছাত্র স;স্থার কর্মকর্তারা। মুলত মেঘালয়ে কয়লা বাণিজ্যই প্রধান,আর এই কয়লার সুবাদে বরাকের কয়লা ব্যবসায়ী সহ কয়লার শ্রমিকরা ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র সঙ্গে নিয়ে মেঘালয় রাজ্যে গেলেও শ্রমিকদেরেকে ভারতীয় হিসেবে দেখা হয়নি, দেখা হয় বাঙালী হিসেবে এতেই বাঙ্গালীদের উপর স্টিমরোলার চালানো  হয়। বাঙালিদের উপর এরকম নির্যাতন যুগ যুগ ধরে জারি রয়েছে এটা কোন নতুন বিষয় নয়।  বরাক উপত্যকার বিভিন্ন স্থানে খাসি সম্প্রদায়ের লোক স্থায়ীভাবে বসবাস করে আসছেন। এমনকি বসবাস ছাড়াও  ব্যবসায়ী সূত্রে খাসিরা অহরহ বরাকে আসা যাওয়া করলেও তাদের উপর বাঙালিরা নির্যাতন করছে এমন শব্দ শোনা যায়নি। বরঞ্চ খাসিয়া সম্প্রদায়কে জামাই আদর করা হয় বরাকে । ইদানিং কালে নানা অজুহাত দেখিয়ে বাঙ্গালীদের উপর নানাভাবে নির্যাতন চালাচ্ছে খাসি সম্প্রদায়ের লোক। প্রতিবাদ তো কম হয়নি? তবুও নির্যাতনের মাত্রা বিন্দুমাত্র কমেনি বরং দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে। তবুও বাঙালিরা আইন হাতে নেবে না, গণতান্ত্রিক পদ্ধতিতে গণ-আন্দোলন ও ধর্না কর্মসূচি প্রতিবাদ ইত্যাদি সাইবস্থ করবে বিভিন্ন দল স;গঠন। ইদানিং কালে বাঙ্গালীদের উপর প্রতিহিংসা মেটাতে খাসীয়ারা নানা ধরনের নির্যাতন চালাচ্ছে।এই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কালাইন ব্লক কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ২ ঘটিকা পর্যন্ত আসাম মেঘালয় সীমান্তবর্তী মালিডহরে ৬ ঘণ্টার ধরণা কর্মসূচি সুষ্ঠুভাবে পালন করার সহযোগিতা কামনা করছেন কালাইন ব্লক কংগ্রেস কমিটি পক্ষে ব্লক সভাপতি বিশাল সরকার, জাকির হোসেন খান সহ অন্যান্যরা। একইভাবে বাঙ্গালীদের উপর খাসিয়াদের  নির্যাতনের প্রতিবাদে আমরা বাঙ্গালী স;স্থার তরফে ওই দিন মালিডহরে প্রতিবাদ সাইবস্থের কথা আগেই ঘোষণা করছেন স;স্থার তরফে সাধন পুরুকায়স্থ।

No comments:

Post a Comment

Thanks for your Valuable comment