Monday, 17 August 2020

বদরপুর স্টিমার ঘাটের অবসরপ্রাপ্ত কর্মী হাজী নামর আলী প্রয়াত, শোক বিভিন্ন মহলে




আরটিএন মিডিয়া, কাটিগড়া , ১৭ আগষ্ট ঃ কর্কট রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন অসুস্থ থাকার পর অবশেষে পরপারে পাড়ি দিলেন   কাটিগড়া তৃতীয় খণ্ডের বাসিন্দা তথা কেন্দ্রীয় জল পরিবহন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী বিশিষ্ট সমাজসেবী হাজী নামর আলী তালুকদার।  সোমবার  দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় নিজ বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর  বয়স হয়েছিল ৭৫ বছর। রেখে গেছেন স্ত্রী সহ দুই ছেলে,চার মেয়ে,নাতি,নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের। কাটিগড়া বিধানসভা যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুনিম তালুকদারের পিতা  প্রয়াত নামর আলী তালুকদারের  মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। অসংখ্য গুণমুগ্ধরা শেষ দেখা দেখতে প্রয়াতের বাড়িতে ভীড় জমান। পরে  এদিন   সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের সময় নিজ বাড়ির সংলগ্ন স্থানে নামাজে জানাজা  আদায়  শেষে পারিবারিক কবরস্থানে দাপনকার্য্য সম্পন্ন করা হয় প্রয়াতের। কর্মজীবনে 
  প্রয়াত নামর আলী তালুকদার  কেন্দ্রীয় জল পরিবহন বিভাগের বদরপুর স্টিমার  ঘাট কার্যালয়ে এবং পরে এখান থেকে বদলি হয়ে বিভাগের করিমগঞ্জ ডিভিশন কার্যালয়ে নিষ্ঠার সাথে কর্তব্য পালন করে ২০০৩ সালে অবসর গ্ৰহণ করেন। চাকরি জীবন শেষে তিনি    সামাজিক বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছিলেন আজীবন। 
এদিকে প্রয়াত হাজী নামর আলী তালুকদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উত্তর পূর্বাঞ্চল যুব আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা হজরত মাও আনোয়ার উদ্দিন তালুকদার,  কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমদ চৌধুরী,এআইইউডিএফ নেতা হাজী খলিল উদ্দিন মজুমদার,  দলের কাটিগড়া  সমষ্টি সভাপতি আতাউর রহমান লস্কর ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান বড়ভুইয়া, দক্ষিণ কাটিগড়া জেলাপরিষদ সদস্য অসীম দত্ত, কাটিগড়া জিপির জিপি সভাপতি মনছুর আহমদ,ফুলবাড়ি জিপির জিপি সভাপতি ইকবাল আলম বড়ভুইয়া, কাটিগড়া সমষ্টি যুব কংগ্রেস কমিটির  সভাপতি মাছুম আহমদ,যুব কংগ্রেস সমষ্টি কমিটির সাধারণ সম্পাদক ইকবাল বাহার চৌধুরী,সামছুল ইসলাম লস্কর, খালেদ আহমদ তালুকদার , তারিক আজিজ বড়ভুইয়া,ব্লক কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক লস্কর, আমিনুল ইসলাম চৌধুরী, মৃদুল নাগ, নিরঝর দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার,পূর্ব কাটিগড়া জেলাপরিষদ সদস্যার প্রতিনিধি আয়নূল হক বড়ভুইয়া অন্যান্যরা।
ছবিঃ- প্রয়াত নামর আলীতালুকদারের ফাইল ছবি।    

No comments:

Post a Comment

Thanks for your Valuable comment