Friday, 14 August 2020

যুব কংগ্রেস নেতা কে মারধর করার হুমকিভরা পোস্ট ফেসবুকে, মামলা কাটিগড়া থানায়



RTN Media: - ফেসবুকের মাধ্যমে মারধরের হুমকি সহ নানা আপত্তিকর পোস্ট করার পরিপ্রেক্ষিতে বহিস্কৃত কংগ্রেস নেতা  জাহাঙ্গির আলম লস্করের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো কাটিগড়া থানায়।  মামলা করলেন কাটিগড়া বিধানসভা যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রুকন উদ্দিন তালুকদার।
ছবিঃ- কাটিগড়া থানায় দায়ের করা মামলার কপি। 
    
 মামলার বয়ান মতে,  "আলহাজ্ব জাহাঙ্গীর শান্ত" নামের ফেসবুক  একাউন্ট থেকে  জাহাঙ্গির আলম লস্কর লেভারপুতা জিপির  রুকন উদ্দিন তালুকদারের বিরুদ্ধে মারধর করা সহ নানা হুমকি ভরা  পোস্ট দিতে থাকেন।  পোস্টে তিনি লিখেন, "আমি রুকন দালালরে কইতার তর যদি ক্ষমতা থাকে আর মার দুধ খাছ বাইর হইয়া আয়"। এসময় যুব কংগ্রেসের ঐ নেতা জরুরি কাজে কাটিগড়া  সার্কেল অফিসে অবস্থান করছিলেন। মামলার বয়ান মতে, জাহাঙ্গীর তার দলবল নিয়ে  রুকন উদ্দিনের পিচুধাওয়া করে কাটিগড়ায় চলে আসেন।  রুকন উদ্দিন কে খোজাখুজি করেন। না পেয়ে আবার ফেসবুকে পোস্ট দেন অভিযুক্ত জাহাঙ্গীর। এবারে তিনি লিখেন, "হিতায় গিয়া পাইলা না জাগাত, কুত্তার লাকাইন বাগিছে"। আবার ফেসবুকের অন্য একটি পোস্টে তিনি লিখেন, "লেভারপুতার এক দুই টেকি জি হুজুর গেংগের দালাল সীমা ছাড়ি দের, মাটিত ফালাইয়া খালি গরু ফিটা দিমু, সময় একদম কাছাই গেছে"। এছাড়াও আরও বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে বলে মামলার বয়ানে উল্লেখ রয়েছে। দায়ের করা  মামলায় রুকন উদ্দিন  বলেন,  তিনি যেকোনো সময় হামলার শিকার হতে পারেন। তার প্রাণনাশের আশংকা রয়েছে।  তাই তিনি পুলিশের দারস্থ হয়ে  উপযুক্ত তদন্ত ক্রমে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানিয়েছেন।
ছবিঃ-হুমকিভরা ফেসবুক পোস্টের স্ক্রিনশট।       

1 comment:

Thanks for your Valuable comment