Thursday, 13 August 2020

সচিবদের গাফিলতি, চতুর্দশ অর্থকমিশনের কাজে ধীরগতি কাটিগড়ায়,


 
 রিপোর্ট জমা না দিলে কড়া পদক্ষেপঃ বিডিও সুজা আহমদ মজুমদার  

এইচ.এ.  চৌধুরী, কাটিগড়া, ১৩ আগষ্ট ঃ কাটিগড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত প্রতিটি জিপি এলাকার সার্বিক উন্নয়নের জন্য জিপিডিপির অধীন চতুর্দশ অর্থকমিশনের বরাদ্দকৃত ২০১৬-১৭ অর্থ বছরের দ্বিতীয় কিস্তি সহ ২০১৭-১৮,২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থ বছরের অধীন প্রতিটি জিপিতে প্রায় কোটি টাকার অধিক পরিমাণ টাকা জিপি সচিব ও সভাপতিদের যৌথ ব্যাঙ্ক একাউন্টে গচ্ছিত রয়েছে দীর্ঘদিন থেকে। কিন্তু জিপি সচিব ও সভাপতিদের উদাসীনতার পাশাপাশি চরম গাফিলতিতে ব্লকের অন্তর্গত দুধপুর গণিরগ্ৰাম,ফুলবাড়ি,
তারিনীপুর,গোবিন্দপুর,
কাতিরাইল সহ মোট ১০ টি জিপি এলাকার উন্নয়নের জন্য জিপিডিপির অধীন সরকারের বরাদ্দকৃত চতুর্দশ অর্থকমিশনের বিভিন্ন প্রকল্পের কাজ স্তম্ভিত অবস্থায় রয়েছে বলে জানান বিডিও সুজা হুসেন মজুমদার। 
ছবিঃ- সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন কাটিগড়া উন্নয়ন খন্ড আধিকারিক সুজা আহমদ মজুমদার।            

বুধবার পড়ন্তবেলায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সম্মুখে বিডিও সোজা মজুমদার জানান বিভাগীয় নির্দেশ অনুযায়ী প্রতিটি জিপি এলাকার সার্বিক উন্নয়নের জন্য মঞ্জুরীকৃত বিভিন্ন প্রকল্পের কাজের গতি তরান্বিত করার পাশাপাশি কাজের অগ্রগতি খতিয়ে দেখার জন্য মাসিক অথবা ত্রৈইমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় ব্লক কার্যালয়ে। স্থানীয় বিধায়ক সহ জেলা গ্ৰামোউন্নয়ন বিভাগের মুখ্য কার্যবাহী আধিকারিকের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য পর্যালোচনা সভায় জিপি সচিবরা জিপিডিপির অধীন চতুর্দশ অর্থকমিশন কাজের অগ্রগতির খতিয়ান জমা করা সহ অন্যান্য বিভিন্ন ধরনের মঞ্জুরীকৃত প্রকল্পের কাজের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হয়। জিপি সচিবদের জমাকৃত তথ্যের ভিত্তিতে প্রতিটি কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি উন্নয়নমুলক বিভিন্ন প্রকল্পের কাজের পরবর্তী প্রক্রিয়ার  সিদ্ধান্ত নেওয়া হয় নিয়ম অনুযায়ী। বিডিও জানান ব্লকের অন্তর্গত বিভিন্ন জিপির অধীন চতুর্দশ অর্থকমিশনের বরাদ্দকৃত কোটি কোটি  টাকার কাজের অগ্রগতির খতিয়ান জিপি সচিবরা ব্লক কার্যালয়ে আজ পর্যন্ত জমা দেন নাই,এমনকি কাজের অগ্রগতির খতিয়ান দেখার পাশাপাশি মঞ্জুরীকৃত বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতির রিপোর্ট জমা করার বিডিও কতৃক ব্লক কার্যালয়ে সচিবদের জানিয়ে সময়ে সময়ে ব্লক পর্যালোচনা সভা আহ্বান করা হয়েছে,যদিও সচিবরা বিডিওর ডাকে আহুত সভায় উপস্থিত হন নাই, এমনকি প্রতিটি জিপির কাজের অগ্রগতির রিপোর্ট জমা দিতে অনীহা প্রকাশ করছেন সচিবরা। বিশেষ করে চতুর্দশ অর্থকমিশনের কাজের অগ্রগতি জন্য জিপি সচিবদের অসহযোগিতার পাশাপাশি কাজের দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে উদাসীনতার কথা জানিয়ে একসময় তিনি জেলা পরিষদের সিইও দীপশিখা দের কাছে সচিবদের উদাসীনতার ব্যাপারে লিখিত নালিশ জানিয়েছেন তিনি । বিডিও মজুমদার আরও জানান সচিবদের বিরুদ্ধে লিখিত নালিশের পরিপেক্ষিতে জেলা পরিষদের সিইও দীপশিখা দে গত ৭ জুলাই তারিখে ব্লকের অধীন প্রতিটি জিপির দায়ীত্বপ্রাপ্ত সচিবদের কাজের গাফিলতি সহ উদাসীনতার জন্য সচিবদের প্রতি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে কারণ দর্শানোর লিখিত জবাবদিহির (এস্কপ্লেনেশন) নোটিশ জারি করেন। জেলা পরিষদের সিইও দীপশিখা দের লিখিত এস্কপ্লেনেশনে সচিবদের কাছে ৩ দিনের মধ্যে চতুর্দশ অর্থকমিশনের কাজের অগ্রগতির রিপোর্ট ব্লক কার্যালয়ে জমা দেওয়ার পাশাপাশি কাজের গতি তরান্বিত করতে বিডিওর সহযোগিতায় ২০১৯- ২০ ইং সাল পর্যন্ত চতুর্দশ অর্থকমিশনের নামে সরকারের বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্পের মঞ্জুরীকৃত টাকার কাজ শ্রীগ্ৰই সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন সিইও। বিডিও সুজা মজুমদার জানান বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশনা দেওয়ার পরিপেক্ষিতে ব্লকের অধীন কেবল তারিনীপুর, সিদ্ধেশ্বর,কাটিগড়া সহ ২/১টি জিপিতে চতুর্দশ অর্থকমিশনের কিছু কিছু কাজ আরম্ভ হয়েছে যদিও এসব জিপির জিপি সচিব সহ অন্যান্য জিপির সচিবরা আজ পর্যন্ত কাজের প্রগ্ৰেস রিপোর্ট জমা করেন নাই ব্লক কার্যালয়ে । বিডিও মজুমদার আরও জানান বিভাগীয় মন্ত্রীর পরিচালনায় বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে শিলচর বঙ্গভবনের অনুষ্ঠিতব্য আয়োজিত সভায় চতুর্দশ অর্থকমিশনের অধীন বিভিন্ন প্রকল্পের কাজ শ্রীগ্ৰই সম্পন্ন করার সিদ্ধান্তমতে চতুর্দশ অর্থকমিশনের কাজের অগ্রগতির রিপোর্ট ৭ দিনের ভিতর জমা দেওয়ার জন্য গত ১৬ জুন তারিখে সচিবদের কাছে লিখিত ভাবে নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু সচিবরা আজ পর্যন্ত চতুর্দশ অর্থকমিশনের কাজের অগ্রগতির রিপোর্ট জমা না দেওয়ায় বুধবার সংবাদ মাধ্যমের কাছে সচিবদের কাজের উদাসীনতার কথা জানিয়ে একপ্রস্থ ক্ষোভ প্রকাশ করেন বডিও। একই সঙ্গে প্রতিটি জিপির দায়ীত্বপ্রাপ্ত সচিবদের কাছে মোবাইলের হোয়াটসআপের মাধ্যমে ১৩ আগষ্টের ভিতর চতুর্দশ অর্থকমিশনের কাজের অগ্রগতির খতিয়ান জমা করার লিখিতভাবে কঠোর নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বিডিও । ১৩ আগষ্টের ভিতর সচিবদের কাছ থেকে চতুর্দশ অর্থকমিশনের কাজের অগ্রগতির রিপোর্ট জমা না  হলে আগামী ১৪ আগষ্ট থেকে বিডিও জিপি ভিত্তিক প্রতিটি প্রকল্পের কাজের সরেজমিন পরিদর্শন করে পিছিয়ে পড়া কাজের গতি তরান্বিত করার পাশাপাশি কাজের অগ্রগতির ক্ষেত্রে জিপি সচিবদের উদাসীনতার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় উধ্তন কর্তৃপক্ষের নিকট রিপোর্ট পেশ করতে পিছপা হবেন না বলে সচিবদের প্রতি কড়াবার্তা দিয়েছেন এদিন বিডিও সোজা মজুমদার। এদিকে প্রাপ্ত খবর অনুযায়ী ব্লকের অধীন বিভিন্ন জিপিতে বর্তমান চলতে থাকা চতুর্দশ অর্থকমিশনের কাজের ব্যাপক অনিয়ম সঙ্ঘটিত হয়েছে। জিপি সচিবরা প্রতিটি জিপিতে জিএসটির বাহানায় সিস্কিটি ফোর্টি রেশিয়য়ে কাজ আরম্ভ শুরু করছেন। তাছাড়া প্রতিটি কাজের কনষ্ট্রাকশন কমিটি গঠনের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের পাশাপাশি স্বজনপোষণ নীতির গ্ৰহণ করেছেন বলে জানা গেছে ইতিমধ্যে।

No comments:

Post a Comment

Thanks for your Valuable comment