লিখছেনঃ- আজিজুর রহমান মজুমদার, (পেপারমিল কর্মচারী )
আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী মাননীয় সর্বানন্দ সনোয়াল সহ বিজেপির নেতৃবৃন্দ প্রদত্ত প্রতিশ্রুতির প্রতি অগাধ বিশ্বাস ও আস্থা রেখে আসামের দুটি বৃহৎ শিল্প কাছাড় ও নগাঁও কাগজ কলের কর্মী সহ পারিপার্শ্বিক অঞ্চলের জনগণ দুহাত উজাড় করে বিগত নির্বাচন অর্থাৎ 2014 সনের লোকসভা তারপর বিগত 2016 আসাম বিধানসভা নির্বাচন এবং 2019 সনের লোকসভা নির্বাচন গুলিতে নিজ নিজ ভোট প্রদান করেছিলেন শুধু এই আশায় যে ওদের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের উন্নতি ঘটবে এবং আসামের দুটি কাগজ কল পুনরায় কার্য্যক্ষম করি তোলা হবে। কিন্তু পরিতাপের বিষয় হলো যে মোদীজী ক্ষমতায় আসার আজ প্রায় 7 বৎসর অতিক্রান্ত হওয়ার পরও সার্বিক ভাবে দেশের বিকাশ না বিনাশ ঘটছে তা সবাই আজ প্রত্যক্ষ করছেন উপরন্তু আসামের দুটি কাগজ কলকে সম্পূর্ণরূপে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধংসের পথে ঠেলে দিয়ে ঐসব প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকা সর্বস্তরের কর্মচারী, ছোট বড় ব্যবসায়ী সমেত আসাম রাজ্যের প্রায় 3 লক্ষ পরিবারের আর্থিক উপার্জনের পথ চিরতরে বন্ধ করে দিয়ে সকলের পারিবারিক জীবনের সুখ শান্তি কেড়ে নেওয়া হয়েছে। দেশের সকল ধরনের আইনকে নস্যাৎ করে অতি অমানবিক ভাবে স্থায়ী ও অস্থায়ী কর্মীদের মাসিক বেতন বিগত 42 মাস থেকে আটকে রেখে তাদেরকে অনাহারে, অর্ধাহারে এবং বিনা চিকিৎসায় মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার কর্তৃক কর্মচারীদের বেতন আটকে রাখার ফলে আজ অবদি ৬৭ জন শ্রমিক কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের মৃত্যু ঘটেছে তার মধ্যে ৩ জন শ্রমিক আত্মহত্যা করছেন শুধু তীব্র আর্থিক সংকট জনিত কারণে।
অতি বিস্ময়কর ও নিন্দনিয় বিষয় হলো যে একদিকে আসাম সরকার জনগণের টেক্স তহবিল থেকে কোটি কোটি টাকা খরচ করে এডভানটেজ আসাম কর্মসূচি পালন করছিলেন শুধু আসাম রাজ্যের শিল্প উন্নয়নের লক্ষ্যে এবং অপরদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আত্মনিরভরশীল ভারত গড়ার নির্দেশ দিচ্ছেন যা স্বাভাবিক ভাবে সবাইকে অনুপ্রাণিত করেছিল এবং ভূক্তভুগি কর্মচারীগন বুকভরা আশা নিয়ে অপেক্ষায় ছিলেন যে এবার হয়তো কাগজ কল দুটি চালু করা হবে কিন্তু বাস্তব দৃশ্য আজ সম্পূর্ণ বিপরীত পরিলক্ষিত হচ্ছে। প্রশ্ন হলো যে দেশীয় কল কারখানা বন্ধ করে দিয়ে একদিকে বর্তমানে লক্ষ লক্ষ কর্মচারীর কর্মসংস্থান কেড়ে নেওয়া হচ্ছে অন্য দিকে আগামী প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ চিরতরে বন্ধ করে দিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের গৃহীত শিল্প উন্নয়ন নীতি ও আত্মনিরভরশীল ভারত গড়েতোলার মেকি প্রচেষ্টা কি বাস্তবে কোনো সফলতা লাভ করতে পারবে তা আজ প্রত্যেকের বিচার করা উচিত।
ইহা অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের দেশের বর্তমান সরকার বড় বড় শিল্পপতিদের হাজার হাজার কোটি টাকার ব্যাংক ঋণ যা সম্পূর্ণ জনগণের প্রদেয় টেক্সয়ের টাকা মুকুব করে দিচ্ছেন কিন্তু লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান ও রুটি রুজী সুনিশ্চিত করতে যৎসামান্য আর্থিক সাহায্য দিয়ে আসামের দুটি বৃহৎ শিল্প কাছাড় ও নগাঁও কাগজ পুনরায় চালু করতে কোনো আগ্রহ দেখাচ্ছেন না যা খুবই নিন্দনিয় বঠে।
মাননীয় প্রধান মন্ত্রী ও আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী অতি সত্তর কাছাড় ও নগাঁও কাগজ চালু করতে এবং কর্মীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য বিহীত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য ভারত সরকার ও আসাম সরকারের কাছে জোরালো দাবী রাখছি।
ধন্যবাদ।
No comments:
Post a Comment
Thanks for your Valuable comment