১ জুলাইঃ- আসাম মাদ্রাসা বোর্ডের ইন্টারমিডিয়েট পরীক্ষায় চমৎকার ফলাফল করে কৃতিত্বের ছাপ রাখল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সোনাপুর আল হিলাল ইসলামিক একাডেমি। প্রতিষ্ঠানটির নজরকাড়া এমন সাফল্যে অভিনন্দনের জোয়ারে ভাসছেন এই একাডেমির শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালন কমিটির কর্মকর্তা সহ শুভাকাঙ্ক্ষীরা। মঙ্গলবার আসাম মাদ্রাসা বোর্ডের ফলাফল ঘোষণা হতেই খুশির জোয়ার নেমে আসে আল হিলালের সংশ্লিষ্ট মহলে। রেজাল্টে দেখা যায়, আল হিলালের মোট আটজন ছাত্র এবছরের আসাম মাদ্রাসা ইন্টারমিডিয়েট পরীক্ষায় বসেছিলেন। তন্মধ্যে মুহাম্মদ সিরাজ মিয়া ৮ টি লেটার সহ ৮৮.৬৬% নম্বর নিয়ে রাজ্যিক সেরা দশের পঞ্চম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। বাংলায় রাজ্যসেরা হওয়ার সৌভাগ্য অর্জন করেছে মুস্তাক আহমদ তালুকদার। তার প্রাপ্ত নম্বর ৯৩। রয়েছে ৫টি লেটার। বাকি সবাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। তারা হলেন, ৬টি লেটার নিয়ে হামিম আহমদ, ৫টি লেটার নিয়ে আবুল ফজল তালুকদার, ৩ টি করে লেটার নিয়ে জহির উদ্দিন ও আমিনুর রশিদ চৌধুরী, ২টি করে লেটার নিয়ে জাকারিয়া আহমদ বড়ভূইয়া ও সাহারুল আলম তালুকদার সুনামের সাথে উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির পাশের হার একশো শতাংশ। উল্লেখ্য, বেসরকারি এই ধর্মীয় প্রতিষ্ঠানটির পরিচালন কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন, পালংঘাট হাইয়ার সেকেণ্ডারী স্কুলের প্রিন্সিপাল তথা যুব আহলে সুন্নতের কেন্দ্রীয় মুখ্য উপদেষ্টা হজরত মাওলানা আনওয়ার উদ্দিন তালুকদার ও সুনামের সাথে প্রিন্সিপালের দায়িত্ব পালন করে চলেছেন যুব আহলে সুন্নতের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুজাহিরুল হক চৌধুরী। এছাড়াও রয়েছেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে মাদ্রাসাটি আজ মাথা উঁচু করে খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। এমনই মত অনেকের। এজন্য অনেকেই মাদ্রাসা কর্তৃপক্ষ সহ কৃতিত্ব অর্জনকারী ছাত্রদের অভিনন্দনের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, যুব আহলে সুন্নতের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, মাওলানা আব্দুল আহাদ হানাফি, নর্থইষ্ট ক্বারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান লতিফি, কাছাড় জেলা নেলক্বার সভাপতি মাওলানা মুস্তাকিম আহমদ, সোনাপুর দারুল ক্বিরাত শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন বড়ভুইয়া প্রমুখরা৷
No comments:
Post a Comment
Thanks for your Valuable comment