Monday, 8 June 2020

অর্ধশতাধিক ইমাম ও মুয়াল্লিমকে আর্থিক সাহায্য ফুলবাড়ি আঞ্চলিক নদওয়ার


রশিদ আহমদ তাপাদার, ৮ জুন ঃ পূর্ব কাটিগড়ার  ৭০ টি মসজিদের ইমাম ও মোয়াল্লিমদেরকে নগদ ১ হাজার টাকার আর্থিক সহায়তা সহ   ১খানা লুঙ্গি প্রদান করল উত্তরপূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামীরের ফুলবাড়ী আঞ্চলিক কমিটি । শনিবার শান্তিপুর বাজার সংলগ্ন স্থানে প্রতিটি মসজিদের ইমাম ও মোয়াল্লিমদের হাতে আনুষ্ঠানিক ভাবে আর্থিক সহায়তা (হাদিয়া)প্রদান করেন উওরপূর্ব ভারত এমারতে শরয়ীয়াহর ও নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মওলানা আতাউর রহমান মাঝারভূইয়া। আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মওলানা আতাউর রহমান নদওয়াতুত তামিমের প্রাণপুরুষ মরহুম মাওলানা আব্দুল জলিল চৌধুরীর জীবনাদর্শ সম্পর্কে বিস্তারিত আলোচনা  সহ তৎসঙ্গে ইমামদের প্রতি হায়িদা বা সম্মাননা প্রদান সম্পর্কে কোরান ও হাদিসের উদ্ধৃতি দিয়ে বিষদ ব্যাখ্যা তুলে ধরেন।  তিনি বলেন,  ইমামরা যে ভাবে ইসলাম তথা সমাজের গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন,তার প্রকৃত প্রতিদান দেওয়া হচ্ছে না। দেশে একের পর এক লকডাউনে ইমামরা আর্থিক দৈন্যতায় প্রতিনিয়ত ভুগতেছেন। আত্মসম্মানের   দায়ে ইমামরা মুখ বন্ধ রাখেন সর্বদা। ধর্মীয় দিক দিয়ে ইমামদের সম্মান সর্বোচ্চ হলেও   সামাজিকভাবে এরা   অবহেলিত   ।  এদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা সহ        প্রতিটি সংগঠনের ইমাম ও মোয়াল্লিমদের প্রতি সুহৃদয় হতে সকলের প্রতি আহ্বান জানান তিনি ।  আগন্তুক দিনে ঈমাম ও মোয়াল্লিমদের সংগঠনের তরফে ৪/৫ হাজার টাকা হাদিয়া প্রদানের চিন্তা ভাবনার কথাও জানান মাওলানা আতাউর। সভায় উপস্থিত সংগঠনের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বোর্ডের সম্পাদক মাওলানা ডঃ ফজলুর রহমান লস্কর জানান, দীর্ঘ লকডাউনের সময়সীমায় মসজিদ সহ মক্তবগুলো বন্ধ থাকায় প্রতিটি এলাকার ইমামদের আর্থিক অবস্থা বেহাল হয়ে দাড়িয়েছে।   একথা চিন্তা করে মাওলানা আতাউর রহমান মাজারভুইয়ার মস্তিষ্কপ্রসুত চিন্তাধারায় মত পোষণ করে সংগঠনের তরফে আলোচনার মাধ্যমে প্রতিটি আঞ্চলিকের সহযোগিতায় চাঁদা সংগ্রহের মাধ্যমে দুর্যোগপূর্ণ সময় প্রতিটি সংগঠনের ইমাম ও মোয়াল্লিমদের পাশে দাঁড়নোর ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতিটি আঞ্চলিকের তরফে । সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মাওলানা উছামা মাবরুর আঞ্চলিকের অধীন প্রতিটি মক্তবকে আদর্শ মক্তব হিসাবে গড়ে তোলার আহবান জানান। সভায় আঞ্চলিকের অধীন ৪০ টি মক্তবের ছাত্র ছাত্রীদের পরীক্ষার ফলাফল পাঠ করেন আঞ্চলিকের প্রচার সচিব মাওলানা আব্দুল অদুধ বড়ভুইয়া।  তৎসঙ্গে  আঞ্চলিকের সংক্ষিপ্ত খতিয়ান তুলে ধরেন আঞ্চলিক কমিটির সম্পাদক মাওলানা আতিকুর রহমান লস্কর। এদিন লকডাউন আইন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৭৩ জন ইমাম ও মোয়াল্লিমদের হাতে নগদ ১ হাজার টাকা ও এক একটি লুঙ্গি তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটির কর্মকর্তারা। ফুলবাড়ী আঞ্চলিক কমিটির সভাপতি মাওলানা মতিউর রহমান বড়ভুইয়ার পৌরহিত্যে অনুষ্ট্তি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যালয় সম্পাদক মাওলানা নঈম উদ্দিন,জেলা নদওয়ার সাধারণ সম্পাদক মওলানা হুসাইন আহমদ মজুমদার,জেলা কমিটির কর্মী তথা অবসরপ্রাপ্ত ব্যাংক মেনেজার জসিম উদ্দিন বড়ভূইয়া ,ফুলবাড়ী আঞ্চলিক নদওয়ার প্রচার সম্পাদক মাওলানা আব্দুল অদুধ বড়ভুইয়া,মজলিশে সূরার কেন্দ্রীয় কমিটির সদস্য অবসর প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক হুসেন আহমদ মজুমদার, পূর্ব কাটিগড়া জেলাপরিষদ সদস্যার প্রতিনিধি নজরুল ইসলাম বড়ভুইয়া,ফুলবাড়ী জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রুহুল আমিন লস্কর,এনামুল হক লস্কর,হুসেন আহমদ খাদেম,সমাজসেবী মতিউল ইসলাম বড়ভুইয়া সহ অন্যান্যরা ।

No comments:

Post a Comment

Thanks for your Valuable comment