রশিদ আহমদ তাপাদার, 8
জুনঃ- মাধ্যমিকে নজরকাড়া সাফল্য অর্জন করল তারিনীপুর হাই স্কুল। স্মরণকালের মধ্যে ঐতিহ্যবাহী এই স্কুলের এমন সাফল্যে উৎফুল্লিত স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। খুব সম্ভবত স্কুলের প্রতিষ্টালগ্ন থেকে শুরু করে এই প্রথম সেন্টার টপার হওয়ার গৌরব অর্জন করল এই স্কুলের ছাত্র আব্দুছ ছাত্তার মজুমদার । সে ইংরেজিতে ৮৫, বাংলায় ৭৩, অংকে ৮১, সাধারণ বিজ্ঞানে ৮৮, সমাজ বিজ্ঞানে ৮৮ ও অসমীয়া বিষয়ে ৫৪ নম্বর পেয়েছে । ৭৮% হারে মোট ৪৬৯ নম্বর পেয়েছে সে। রয়েছে চারটি লেটার। তারিনীপুর তয় খন্ড নিবাসী পিতা তৈয়ুবুর রহমান মজুমদার ও মাথা খাজুরুন নেছা মজুমদারের পুত্র আব্দুছ ছাত্তার মজুমদারের এই বিরল সাফল্যে আনন্দিত স্থানীয়রা। সে তাঁর এই সাফল্যের কৃতিত্ব দিয়েছে তাঁর শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণকে। আগামীতে সে বিজ্ঞান শাখায় পড়াশুনা করতে চায়। তাঁর এই সাফল্যে অনেকেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এছাড়াও তারিনীপুর হাইস্কুলে প্রথম বিভাগে ৪ জন, দ্বিতীয় বিভাগে ১৮ জন ও তৃতীয় বিভাগে ৪২ জন উত্তীর্ণ হয়েছেন। লেটার এসেছে ৬টি। পাশের হার ৬৭%। স্কুলের এই কৃতিত্বে অভিনন্দনের সাগরে ভাসছেন স্কুলের শিক্ষক-শিক্ষয়ত্রীরা। বিশেষ করে প্রধান শিক্ষক দিদারুল ইসলাম তালুকদারকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। বিগত বছরগুলিতে এই স্কুলের তেমন কোনো নজরকাড়া ফলাফল দেখা যায় নি। বর্তমান প্রধান শিক্ষক দায়িত্ব নেওয়ার পর থেকে স্কুলের শৈক্ষিক পরিবেশ ও পরিকাঠামোগত আমুল পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। যার ফলশ্রুতিতে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল সহ সেন্টার টপার হওয়ার সুনাম অর্জণ করতে সক্ষম হয়েছে প্রাক্তন বিধায়ক প্রয়াত আব্দুল কাইয়ুম চৌধুরীর স্মৃতিবিজড়িত এই স্কুলটি।
No comments:
Post a Comment
Thanks for your Valuable comment