Monday, 8 June 2020

সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা রিদওয়ান চলে গেলেন পরপারে


রশিদ আহমদ তাপাদার,   ০৮ মে ঃ 
আসাম প্রদেশের কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির  শিবনারাইনপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক মাওলানা রেদওয়ান উদ্দিন আর নেই । সোমবার   ভোর  ৪:৩০ ঘটিকায় অসংখ্য গুণমুগ্ধ ও পরিবার পরিজনকে শোকসাগরে ভাসিয়ে     দিয়ে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। সুনামধন্য শিবনারাইনপুর এম ই মাদ্রাসার আরবি বিভাগের বিষয় শিক্ষক হিসাবে সুনামের সহিত দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করেন তিনি।   পরে  ৩১ নভেম্বর ২০০৮ ইং তারিখে চাকুরি থেকে অবসর গ্ৰহণ করেন । চাকরি জীবন শেষে সমাজের বিভিন্ন সুখে-দুঃখে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।  তিনি ছাত্র-ছাত্রী সহ সমাজের সর্বস্তরের জনগণের অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন।           দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন । অবশেষে সোমবার সকালেই চলে গেলেন না ফেরার দেশে।   মৃত্যুকালে তিনি    রেখে গেছেন ৩ পুত্র, ৫ কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধদের। প্রয়াতের তার মৃত্যুর পাঁচকান হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসে। শেষ দেখা দেখতে      লকডাউনের বিধিনিষেধ মেনেই প্রয়াতের বাড়িতে ভীড় জমান  গুণমুগ্ধরা। এদিন বিকাল দুইটায় বিশিষ্ট এই শিক্ষকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।  কাফন-দাফন শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত      করা প্রয়াতের ।     তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন অনেকেই। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন,   শিবনারাইনপুর এম,ই মাদ্রাসার অবসরপ্রাপ্ত তিন প্রধান শিক্ষক তথা প্রয়াতের সহকর্মী   যথাক্রমে খলিলুর রহমান চৌধুরী,  একলাছ উদ্দিন চৌধুরী ও খলিলুর রহমান,   শিবনারাইনপুর হাই মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধিক্ষক আব্দুল অদুধ, কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমদ চৌধুরী, যুব আহলে সুন্নতের কাটিগড়া সমষ্টির সভাপতি মাওলানা সরফ উদ্দিন তালুকদার,            শিবনারাইনপুর হাই, মাদ্রাসার বর্তমান অধিক্ষক আব্দুল হাফিজ চৌধুরী, সাংবাদিক রশিদ আহমদ তাপাদার, সাংবাদিক সানু চৌধুরী,       শিবনারাইনপুর আজাদ ক্লাবের সভাপতি মস্তাক উদ্দিন মজুমদার,সম্পাদন হিলাল আহমন চৌধুরী প্রমুখ। 

No comments:

Post a Comment

Thanks for your Valuable comment