Monday, 8 June 2020

রমজান কিট নিয়ে কাটিগড়ার ইমাম-মুয়াল্লিমদের পাশে আজমল ফাউন্ডেশন, সাধুবাদ ইউডিএফ নেতা খলিল মজুমদারকে



রশিদ আহমদ তাপাদার, ৮ জুনঃ- যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাহায্য সহযোগিতা নিয়ে জনগণের পাশে দাড়ানোর উল্লেখযোগ্য অবদান রয়েছে আজমল ফাউন্ডেশনের। কোবিড১৯ এর  লকডাউনকালীন সময়েও একই ভাবে জনগণের পাশে বিভিন্ন ধরনের সাহায্য সামগ্রী বিতরণ করে চলেছে তারা। এরই অঙ্গ হিসাবে গোটা কাটিগড়ার প্রত্যেকে  মসজিদের ইমাম-মুয়াল্লীমদের মধ্যে সাহায্য সামগ্রী বিতরণ করল আজমল ফাউন্ডেশন। এই কয়দিন থেকে সমষ্টির বিভিন্ন গাও পঞ্চায়েত পর্যায়ে এই সামগ্রীগুলি ইমামদের হাতে তুলে দিচ্ছেন আজমল ফাউন্ডেশনের কর্মকর্তা সহ স্থানীয় ইউডিএফ কর্মকর্তারা। বিশেষ সহযোগিতায় রয়েছেন ইউডিএফের কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক হাজি খলিল উদ্দিন মজুমদার। রবিবার তারা, গোবিন্দপুর, তারিনীপুর, ফুলবাড়ি, দুধপুর-গনিরগ্রাম ইত্যাদি জিপির ইমাম-মুয়াল্লীমদের হাতে এই খাদ্য সামগ্রী গুলি বন্টন করেন । সবমিলিয়ে  কাটিগড়ার প্রায় সাতশো জন ইমামদের পাশে সাহায্য নিয়ে হাজির হয়েছেন তারা, এমনই দাবী তাদের। করুণা ভাইরাস এবং লকডাউন, এই আপাত কালীন সময়ে জনজীবন বিপযর্স্ত। বেসরকারি মসজিদ-মাদ্রাসার ইমাম-শিক্ষকের অবস্থা আরও বেহাল। এই পরিস্থিতিতে আজমল ফাউন্ডেশন  সাহায্য নিয়ে পাশে দাড়াতে পেরে যেমন খুশি তেমনি ইমাম-মুয়াল্লিমরাও তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

No comments:

Post a Comment

Thanks for your Valuable comment