নিজস্ব প্রতিবেদন, শিলচর, ২ ডিসেম্বরঃঃ- বিদ্যুৎ সংশোধনী বিল,২০২১ বাতিলের দাবিতে আজ সর্বভারতীয় প্রতিবাদ দিবসের অঙ্গ হিসেবে গোটা রাজ্যের সাথে শিলচরেও অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স এসোসিয়েশনের এর পক্ষ থেকে কেন্দ্রের শক্তিমন্ত্রীর নিকট ই-মেইল যোগে স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্র উল্লেখ করা হয় যে এল বিল সংসদে গৃহীত হলে বিদ্যুৎ ক্ষেত্র পুরোপুরি বৃহৎ ব্যবসায়ীদের হাতে চলে যাবে, ফলে সাধারণ মানুষের বিদ্যুৎ ব্যবহারে সমস্যা সৃষ্টি হবে।
স্মারকপত্রে এও উল্লেখ করা হয় যে স্বাধীনতার পর বিদ্যুৎ পরিষেবাকে পণ্য হিসেবে বিবেচিত না করার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, তা অটল বিহারী বাজপাই এর নেতৃত্বে পরিচালিত এন ডি এ সরকার বিদ্যুৎ আইন, ২০০৩ সংসদে পাশ করে তা পরিবর্তন করে এবং তখন থেকেই বিদ্যুৎ খন্ডের বেসরকারিকরণের পথ প্ৰশস্ত হতে শুরু করে। যদিও তার পর বিদ্যুৎ উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ ধীরে ধীরে কমতে থাকে ফলে বিদ্যুতের দাম বৃদ্ধি হতে শুরু হয়। বর্তমান বিদ্যুৎ সংশোধনী বিল সংসদে পাশ হলে উভয় ক্ষেত্র পুরোপুরি চলে যাবে পুঁজিপতিদের হাতে। ঐতিহাসিক কৃষক আন্দোলনের অন্যতম দাবিও ছিল বিদ্যুৎ বিল প্রত্যাহার করা কারণ কৃষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যে বিদ্যুত ব্যবহার করেন তার মূল্য আকাশ ছোঁয়া হবে। সংগঠনের পক্ষ থেকে সরকারের নিকট জোরালো দাবি জানানো হয় যে বিদ্যুৎ সংশোধনী বিল, ২০২১ বাতিল করতে হবে, সাধারণ নাগরিকের জন্য বিদ্যুতের মূল্য প্রতি ইউনিট এক টাকা ধার্য করতে হবে। কৃষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে। বিদ্যুৎ উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ তুলে দেওয়া চলবে না ইত্যাদি। স্মারকপত্রে স্বাক্ষর করেন দিলীপ নাথ, চাম্পালাল দাস, হিল্লোল ভট্টাচার্য, বিজিত কুমার সিংহ প্রমুখ।
সংবাদদাতা
আপন লাল দাস।
No comments:
Post a Comment
Thanks for your Valuable comment