Wednesday, 1 December 2021

কাটিগড়ার কাতিরাইলের করতিগ্রাম থেকে নিখুজ বছর তেরোর এক ছেলে

কাটিগড়া, ১ ডিসেম্বরঃঃ-  শিশু হারিয়ে যাওয়ার চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পরও কোনো সন্ধান মিলেনি। কাটিগড়া থানায় এজহার প্রদান করার পর কাটিগড়া থানার অছি নব কুমার সইকিয়া  হারিয়ে যাওয়া শিশুর বাড়িতে গিয়ে একাধিকবার খুঁজ নিয়েছেন কিন্তু এখনো মাত্র তেরো  বছর বয়সী অজয় সেন (স্বরূপ) এর কোনো সন্ধান মিলেনি। করতিপার গ্রামের সেন পরিবারের কোনো ধরনের শত্রু আছে বলে কারো জানা নেই। তাই শিশু স্বরূপ কে যে কেউ অপহরণ করবে এমন আশংখা কেউ প্রকাশ করেন নি।  
 কাটিগড়ার ছয় নং  জাতীয় সড়কে নানা ধরনের ডাকাতি, বাড়িতে ডাকাতি সহ ঘরের দরজা ভেংগে  চুরির ঘটনা আকছর সুনা যায় কিন্তু  শিশু অপহরণ  বা নিখুজের মত কান্ড শুনা যায় নি। কাতিরাইল চা বাগান এলাকার করতিপার গ্রামের মাত্র তেরো বছর বয়সী স্বরূপ গত মংগলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ নিজেদের একটি গরু বাড়ি থেকে খেদে দিতে যায়। তার পর আর সে ফিরে নি ঘরে। সহজ সরল প্রকৃতির স্বরূপ কে তার মা বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ডাকা ডাকি করে কোনো সন্ধান না পেয়ে সন্ধ্যা রাত পর্যন্ত খুঁজতে খুঁজতে না পেয়ে কাটিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত এজহার প্রদান করেন কাকা শ্যামল রঞ্জন সেন। এজহার পেয়ে কাটিগড়া থানার অছি নব কুমার সইকিয়া একাধিক বার  খুঁজ নিয়েছেন,  কিন্তু শিশু স্বরূপের কোনো খুঁজ এখনো পাওয়া যায় নি। 
-------------------------------------

No comments:

Post a Comment

Thanks for your Valuable comment