Friday, 11 September 2020

শাহসুফি ইব্রাহিম আলী (রহঃ) ও টান্টুর পীর সাহেব এর স্মৃতিচারণ সভা কাটিগড়া যুব আহলে সুন্নতের

আরটিএন, কাটিগড়া , ১১ সেপ্টেম্বরঃ সদ্যপ্রয়াত  বরাক উপত্যকার দুই আধ্যাত্মিক ব্যক্তিত্ব টান্টুর পীর সাহেব  শাহসুফি আতাউর রহমান চৌধুরী (রহঃ) ও কাটিগড়ার হজরত মাও  ইব্রাহিম আলী (রহঃ) এর স্মরণে  দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হলো কাটিগড়ায়। যুব আহলে সুন্নত ওয়াল জামাতের কাটিগড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে ও তেলিটিকর জামেয়া মুবাশ্বিরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে খতমে কুরআন, খতমে খাজেগান, মিলাদ শরিফ, শিরনী বিতরণ সহ  নানা কর্মসূচির মাধ্যমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ছিল প্রয়াত দুই পীর সাহেবের জীবনাদর্শ নিয়ে আলোচনা সভাও। 
ছবিঃ- বক্তব্য রাখছেন পশ্চিম কাটিগড়া আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাও এনাম উদ্দিন সাহেব।             

 কাটিগড়া যুব আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে বিভিন্ন বক্তা প্রয়াত দুই আধ্যাত্মিক বুজুর্গের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ হজরত ইব্রাহিম আলী কাটিগড়ী (রহঃ) ও টান্টুর পীর শাহসুফি আতাউর রহমান চৌধুরী (রহঃ) আজীবন ছিলেন প্রচার বিমুখ। সহায়- অসহায়, ধনি-গরিব সকলের প্রতি তাদের ছিল সমান ভালোবাসা। অত্যন্ত বিনয়ী স্বভাব সহ সহজ-সরল জীবন যাপন করতেন  তাঁরা। বিপদে-আপদে  অভিভাবকের ভুমিকা দেখা যেত তাদের। এজন্য প্রয়াত দুই পীর সাহেব ছিলেন    সমাজের সর্বস্তরের মানুষের আশ্রয় স্থল। তাদের প্রয়াণে উপত্যকার আধ্যাত্মিক জগতে অপূরণীয় ক্ষতি হলো বলেও বিভিন্ন বক্তা  মত পোষণ করেন। 
 কাটিগড়া যুব আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি মাওলানা সরফ উদ্দিন তালুকদারের পৌরোহিত্যে আয়োজিত এই স্মরণ সভায় বক্তব্য রাখেন, কাছাড় জেলা যুব আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি মাওলানা রশিদ আহমদ,  পশ্চিম কাটিগড়া আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা এনাম উদ্দিন, শিলচর আন নূর সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমান উদ্দিন, জামেয়া মুবাশ্বিরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও সুহেল আহমদ কাজী, মুফতি আব্দুস ছুবহান, নুননগরী পীর সাহেব,   জানাব মুহিবুর রহমান প্রমুখ। সভাশেষে মুনাজাত পরিচালনা করেন হজরত মাও মইন উদ্দিন কাজী তেলিটিকরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বড়হাইলাকান্দি সিনিওর মাদ্রাসার শিক্ষক মাও আলা উদ্দিন,  হাফিজ মাশুক আহমদ, মাও জসিম উদ্দিন,  মাও আতিকুর রহমান প্রমুখ।

No comments:

Post a Comment

Thanks for your Valuable comment