Saturday, 5 September 2020

শাহসুফি হজরত ইব্রাহিম আলী কাটিগড়ী (রহঃ) এর প্রয়াণে গভীর শোক যুব আহলে সুন্নতের


আরটিএন,  কাটিগড়া, ১ সেপ্টেম্বরঃ- গ্রাম কাটিগড়ার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলিমে দ্বীন হজরত মাও ইব্রাহিম আলী (রহঃ) এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করলো কাটিগড়া যুব আহলে সুন্নত ওয়াল জামাত। এক বিবৃতিতে কাটিগড়া যুব আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি মাও সরফ উদ্দিন তালুকদার বলেন,  শাহসুফি হজরত মাওলানা ইব্রাহিম আলী (রহঃ)  গ্রাম কাটিগড়ার সর্বজন শ্রদ্ধেয় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আজীবন  ছিলেন  প্রচারবিমুখ ।  আধ্যাত্মিক গুণ অর্জন করে   উচুমাপের আল্লাহ ওয়ালা হয়েছিলেন তিনি। তাঁর আধ্যাত্মিক গুরু ছিলেন উত্তর প্রদেশের প্রখ্যাত বুজুর্গ  হজরত আল্লামা ওয়াজিহ উদ্দিন রামপুরী (রহ)। এছাড়াও তিনি শামছুল উলামা হজরত আল্লামা ফুলতলী (রহঃ) এর সহচর ছিলেন তিনি।  গ্রাম কাটিগড়ার সবাই তাঁকে "কাটিগড়ার মৌলইছাব" বলে ডাকতো। বিপদেআপদে তিনিই ছিলেন এ অঞ্চলের ভরসাস্থল। কি হিন্দু, কি মুসলমান, সকলেই তাঁর দোয়া ও আর্শীবাদ নিতে ছুটতো "কাটিগড়ার মৌলইছাব" এর বাড়িতে। হাজারো গুণে গুণান্বিত হয়েও অতি সহজ-সরল জীবন যাপন করতেন তিনি। বৃদ্ধ বয়সেও অটোরিকশা নিয়েই কাটিগড়ার এ গ্রাম থেকে ও গ্রাম ঘুরে বেড়াতেন। কালাইন-কাটিগড়ার ধর্মীয় অনুষ্ঠানগুলিতে তিনিই থাকতেন সভাপতির আসনে।  তার সংক্ষিপ্ত বয়ান আর দোয়া মানুষের হৃদয়ে আত্মতৃপ্তি নিয়ে আসতো।  এক কথায় তিনিই ছিলেন কাটিগড়ার অভিভাবক। মাও সরফ বলেন, তিনি কতু উচু পর্যায়ের ওলি আল্লাহ ছিলেন তার প্রমাণ পাওয়া গেছে উনার নামাজে জানাজায়। লকডাউন সত্ত্বেও কয়েকহাজার মানুষের উপস্তিতি তাঁর জনপ্রিয়তার প্রমাণ করে।  কাটিগড়ী হুজুরের  চিরবিদায়ে গোটা কাটিগড়ায় যে শূন্যতার সৃষ্টি হলো তা কোনো দিনই পূরণ হবে না।  তিনি মরহুমের জান্নাতুল ফেরদৌস নছিব সহ পরিবার-পরিজনদের প্রতি গভীর সসহমর্মিতা জানান।

No comments:

Post a Comment

Thanks for your Valuable comment