Saturday, 5 September 2020

ফের নক্ষত্র পতন, টান্টুর পীর সাহেবের ইন্তেকালে শোক বিভিন্ন মহলে



আরটিএন, হাইলাকান্দি, ৫ সেপ্টেম্বরঃ- ঐতিহাসিক টান্টু দরবার শরীফের বর্তমান 
পীর সাহেব শাহসুফি  আলহাজ্ব হযরত মাও আতাউর রহমান চৌধুরীর চিরবিদায়ে গোটা বরাক উপত্যকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াত পীর সাহেবের মৃত্যু সংবাদে বিভিন্ন মহল থেকে শোকবার্তা দেওয়া হয়েছে। শোকবার্তা সহ পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন উজানডিহির পীর সাহেব শাহসুফি সায়্যিদ জুনাইদ আহমদ মদনী, ভারত লতিফিয়া দারুল ক্বিরাত সমিতির সভাপতি শাহসুফি সায়্যিদ মুস্তাক আহমদ মদনী।
যুব আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা  হজরত মাও আনোয়ার উদ্দিন তালুকদার শোকবার্তায় বলেন,  প্রয়াত টান্টুর  পীর সাহেব ছিলেন সকল জাতি গোষ্ঠী মানুষের আপনজন। তাঁর হাসিমুখ আর অমায়িক ব্যবহার বার বার ভক্তদের মনে ভেসে উটবে। তাঁর প্রয়াণে আমরা একজন অভিভাবক কে হারালাম।   নর্থ ইষ্ট লতিফিয়া ক্বারী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হজরত মাও আজিজুর রহমান লতিফি এক শোকবার্তায় জানান,   টান্টুর পীর সাহেব শাহসুফি আলহাজ্ব আতাউর রহমান চৌধুরীর  অকাল ইন্তেকালে বরাকের তাসাউফ জগতে বিরাট শূন্যতার সৃষ্টি হল। জাতি-ধর্ম নির্বিশেষে বরাকের সকল মানুষের এক নির্ভরযোগ্য আশ্রয়স্হল আজ আমাদের হাতছাড়া হয়ে গেল।   উত্তর পূর্বাঞ্চল যুব আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক হজরত মাও আব্দুল আহাদ হানাফি বলেন,  একে একে বরাকের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বরা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন না ফেরার দেশে। এটা আমাদের জন্য অশুভ সংকেত। তাঁর অবর্তমানে বরাকের আধ্যাত্মিক জগতে অপূরণীয় ক্ষতি হলো, যা কোনো দিন পূরণ হবে না। 
কাছাড় জেলা যুব আহলে সুন্নত, বিশিষ্ট সমাজসেবী কাটিগড়া ইউডিএফের নেতা খলিল উদ্দিন মজুমদার,  কংগ্রেস নেতা দাইয়ান হুসেন, রাহুল আলম লস্কর সহ একাধিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সংস্থা-সংগঠন   আলহাজ্ব আতাউর রহমান চৌধুরী পীর সাহেব টান্টুর প্রয়াতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার চিরশান্তি সহ পরিবারের প্রতি সমবেদনা  জানিয়েছেন।

No comments:

Post a Comment

Thanks for your Valuable comment