Friday, 15 November 2019

সরকারের নতুন নতুন আইন মুসলিমদের বিরুদ্ধে

#সরকারের_নতুন_নতুন_আইন_প্রসঙ্গে_কিছু_কথা -
#হৃদয়_আক্রান্ত_ব্যথা ।
এই সরকার কি শুধু মুসলিম বিদ্বেষী আইন চালু করা উদ্দেশ্যে রয়েছে ।
এই সরকার কি উন্নয়ন মূলক কোন কাজ করবে না।
পর্যায়ক্রমে এক একটা করে আইন পাশ করছেন শুধু ইসলাম ও মুসলিমদের উপর আঘাত এনে।
#আসামে সরকারি মাদ্রাসা চালু হওয়ার পর থেকে শুক্রবার সরকারি মাদ্রাসা বন্ধ থাকত, নতুন করে আইন বানিয়ে মন্ত্রী মহোদয় শুক্রবারের বদলে রবিবার বন্ধ দেয়ার নির্দেশ দেন এবং সেটা কার্যকর করেন। একবারও ভাবলেন না এই বন্ধ, না হিন্দু সংস্কৃতির না মুসলমানদের এটা হল বৃটিশদের দেয়া সংস্কৃতি। মুসলিমদের সাথে আক্রোশ মিঠাতে গিয়ে বৃটিশদের সহযোগিতা করবেন এটা কল্পনাও করিনি আমরা।
#কেন্দ্রীয় সরকার তিন তালাকের উপর আইন আনার অর্থ কি ?  এটা কি নয় যে মুসলমানদের ধর্মের উপর আঘাত আনা হচ্ছে । কারন প্রতিটা ধর্ম তার নিজস্ব ধর্মীয় আইনে চলবে, এটা কি সংখ্যালঘুদের উপর ভাড়াবাড়ি নয়। এই বিষয়ের উপর যাতে গনতান্ত্রিক নিয়মে আন্দোলন করা না যায় বিষয়টি দামাচাপা দেয়ার জন্য রাতারাতি কাশ্মীরে ৩৭০ দ্বারা বাতিল করে সবাই কে কাশ্মীর মুখি করে দিলেন। এটা কি ধর্মের উপর হস্তক্ষেপ নয়।
#এখন আবার নতুন ইসু দুই সন্তানের বেশি নেয়া যাবে না। নিজে সারা দিন দিনমজুর করে কামাব আর আপনি ঠিক করবেন সন্তান কয়টা হবে। যারা সরকারি চাকরি করে তাদের কে কি ফ্রি টাকা দেন সারা দিন পরিশ্রম করে পারিশ্রমিক দেওয়া হয় মাসিক বেতন। এটা কি জোর করে আইন চাপিয়ে দেয়া নয়, আসল রহস্য হল ইসলাম এসব সমর্থন করে না তাই এসব সমস্যা।

একবার ভাবুন আজ দেশ কোথায় যাচ্ছে, কুধার্থদের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রাইভেট কম্পানি গুলো বন্ধ হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ কর্মী বেকার হচ্ছে রুটি রুজি পাচ্ছে না। এসব দূর করার চেষ্টা করুন মুসলমান সংখ্যালঘুদের কে আগের মতো স্বাধীন ভাবে চলতে দিন, আপনাদের জন্যও ভালো হবে দেশের জন্যও ভালো হবে।
মনে রাখবেন এসব গধী নমরূদ, ফিরাউন, শাদ্দাদের ঠিকে নাই। একদিন পথন হবে হবেই হবে।
বিনীত -
মুহাম্মদ আব্দুল আহাদ হানাফী

No comments:

Post a Comment

Thanks for your Valuable comment