Wednesday, 13 November 2019

শিলচর জেলা কংগ্রেসের রক্তদান শিবির

রশিদ আহমদ তাপাদার,    ১২ নভেম্বরঃ- দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিবস উপলক্ষে  আগামী ১৪ ই নভেম্বর রোজ বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কাছাড় জেলা যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবির কে সফল করে তুলতে আজ কাটিগড়া সমষ্টি যুব কংগ্রেস কমিটি এক  আলোচনা সভার আয়োজন করে। এতে পৌরোহিত্য করেন কাটিগড়া সমষ্টি যুব কংগ্রেস সভাপতি ছারিমুল হক মাছুম।কাটিগড়া ব্লক কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এই সভায়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বড়ভুইয়া,  কাটিগড়া বিধানসভা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ চৌধুরী, শামছুল ইসলাম বড়ভুইয়া, তারিক আজিজ প্রমুখ।  সভাশেষে আয়োজকরা বলেন, রক্তদান একটি মহৎ কাজ। জেলা যুব কংগ্রেস এই শিবিরের ব্যবস্থা করে সবাইকে অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছে। এজন্য কাটিগড়া যুব কংগ্রেসও জোর প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী ১৪ নভেম্বর জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে যুব কংগ্রেসের প্রত্যেক কর্মকর্তা সহ অন্যান্যদেরও অনুরোধ জানিয়েছেন তারা।

No comments:

Post a Comment

Thanks for your Valuable comment